সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমেরিকান ভিসার চাহিদা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ’

কভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর বর্তমানে বাংলাদেশে আমেরিকান ভিসার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঢাকায় আমেরিকান কনসাল জেনারেল নাথান ফ্লক আজ বুধবার বিকালে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি আরো জানান, ভিসার জন্য অপেক্ষমানদের দীর্ঘ সারির কারণে সাক্ষাৎকারের তারিখ পেতে দেরি হচ্ছে। শুক্রবার ভিসা অফিস খোলা রাখার পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নিয়ে তারা ভিসার জন্য অপেক্ষমানদের জট কমানোর চেষ্টা করছেন।

আমেরিকান কর্মকর্তারা নন ইমিগ্র্যান্ট ভিসাপ্রত্যাশীদের যথেষ্ট সময় হাতে নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন। এখন কেউ আবেদন করলে আগামী বছরের অক্টোবরের দিকে ভিসা সাক্ষাৎকারের তারিখ পাচ্ছেন। অতি জরুরি মানবিক প্রয়োজনে কারো ভিসা প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন আমেরিকান কর্মকর্তারা।

মার্কিন কনসাল জেনারেল বলেন, ভিসা আবেদন প্রক্রিয়া বা সাক্ষাৎকারের তারিখ এগিয়ে আনতে দালাল ধরার প্রয়োজন নেই। কথিত ভিসা দালালদের সঙ্গে দূতাবাসের কোনো যোগাযোগ বা যোগসাজশ নেই।

তিনি বলেন, আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা তাদের পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখেন।

ভিসা দালালদের পাশাপাশি ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করেন মার্কিন কনসাল জেনারেল। তিনি বলেন, ভুল তথ্য দিলে শুধু ভিসা আবেদনই বাতিভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হতে পারেন।

মার্কিন কনসাল জেনারেল বলেন, মার্কিন ভিসা আইন খুব কঠোর। সেই আইন অনুযায়ী ভিসা আবেদনকারীদের সশরীরে হাজির হতে হয়। তিনি বলেন, ভিসা জট রাতারাতি দূর হবে না। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ