রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে সুইচিং উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরণ

আমতলীতে পাওয়ার গ্রীড কোম্পানী অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে এ চেক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল-আহসান।

জানাগেছে, ২০২০ সালে সরকার পাওয়ার গ্রীড কোম্পানী অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এ প্রকল্পের অধিনে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে ৪৯ একর জমি অধিগ্রহন করা হয়।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ ২০ জমির মালিকদের মাঝে ক্ষতিপুরণের ৬৫ লক্ষ টাকার চেক বিতরন করা হয়। প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান এ চেক বিতরন করেছেন। বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান , ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ