সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে মুখোশধারী দুর্বৃত্তদের যাত্রীবাহী গাড়ীতে হামলায় চালক আহত

দুই মুখোশধারী দুর্বৃত্তের হামলায় সেভেনডিলাক্স গাড়ীর সামনে কাচ ভেঙ্গে গেছে। এতে চালক সৌরভ আহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

সেভেন সিলাক্স পরিবহন গাড়ীর চালক মোঃ সৌরভ খাঁন বলেন, দুপুরে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসি। রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুখোশধারী দুই দুর্বৃত্ত চলন্ত গাড়ীর সামনের কাচ লক্ষ্য করে ইট ছুড়ে। এতে গাড়ীর সামনের কাচ ভেঙ্গে যায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশের প্রহরায় গাড়ী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।

তিনি আরো বলেন, গাড়ীতে ইট ছুড়ে দুই দুর্বৃত্ত বিদ্যালয়ের ভেতর দিয়ে অন্যত্র চলে গেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটে কাচ ভেঙ্গে আমার শীরের লেগেছে। এতে আমার কয়েক স্থান কেটে গেছে। তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি বলেন তিনি আরো জানান।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

এনএফ/এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ