শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন

আমতলী-পটুয়াখালী মহাসড়কের তুলাতলা নামক স্থানে অবরোধের সমর্থনে সড়কের মাঝখানে বিএনপির কর্মীরা টায়ারে আগুন ধরিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। আভ্যান্তরিন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেল চারটার দিকে।

জানাগেছে, কেন্দ্রিয় বিএনপি দুইদিন ব্যাপী অবরোধের ঘোষনা দেয়। এর সমর্থনে আমতলী উপজেলা বিএনপির কর্মীরা রোববার বিকেল চারটার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের তুলাতলা নামক স্থানে সড়কের মাঝখানে টায়ারে আগুন ধরিয়ে দেয়।এতে ওই এলাকা ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ওই আগুন নিভিয়ে পেলে। খবর পেয়ে তাৎক্ষনিক আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। আভ্যান্তরিন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, অপরিচিত কিছু লোকজন এসে সড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়। পরে আমরা ওই আগুন নিভিয়ে ফেলেছি। আগুন নেভানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ এসেছে। তারা আরো বলেন, দুর্বৃত্ত্বরা তুলাতলা আঞ্চলিক সড়কের পশ্চিম দিক দিয়ে পালিয়ে গেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। কারা সড়কের মাঝখানে টায়ারো আগুন ধরিয়েছে তাদের সনাক্ত করা যায়নি। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ