বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে ডাকাতি শেষে ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

ডাকাতি করে ফেরার পথে ডাকাতদল নেপাল সিকদার (৪৫) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত নেপালকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে বুধবার দিবাগত রাতে।

জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের অংশুমান সিকদারের বাড়ীতে ৭/৮ জন দলের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। টের পেয়ে ওই বাড়ীর লোকজন ঘরের দোতালার দরজা আটকে দেয়। ওই সময় অংশুমান ঘরের টিন পিটিয়ে ডাকাত আসছে বলে ডাকচিৎকার দেয়। ডাক চিৎকার শুনে প্রতিবেশরা বাহিরে নেমে আসে। ওই সময় ডাকাত দল পালিয়ে যাওয়ার পথে নেপাল সিকদারকে দেখতে পায়। পরে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অংশুমান দাবী করেন তার ঘর থেকে ডাকাতদল স্বর্নালংকার নিয়ে গেছে ।

অংশুমান বলেন, আমার ঘরের দরজা ভেঙ্গে ৭/৮ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। টের পেয়ে আমরা ঘরের দোতালায় উঠে দরজা আটকে দেই এবং টিন পিটিয়ে ডাক চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়। তিনি আরো বলেন, ঘরে থাকা একটি কানের দুল ডাকাতদল নিয়ে গেছে।

আহত নেপাল সিকদারের চাচা নিঠুন সিকদার বলেন, ডাক চিৎকার শুনে নেপাল রাস্তায় নামে। এ সময় ডাকাতদল তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, আহত নেপালের মাথায় ধারালো অন্ত্রেও চিহৃ রয়েছে। তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ