শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে এক নারীর মরদেহ উদ্ধার

ফাইল ফটো।

হোসনেয়ারা নামের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার সকালে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার ভারানী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন দুপুরে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হারুন গাজীর স্ত্রী হোসনেয়ারা মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন নানাস্থলে খুঁজে তার সন্ধান পায়নি। বুধবার সকালে ওই এলাকার ভারানি খালে তার স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে ওইদিন দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়রা বলেন, ওই নারী কিছুটা মানষিক ভারসাম্য ছিল। মাঝে মাঝে পরিবারকে না জানিয়ে বাড়ী থেকে চলে যেতেন আবার নিজের ইচ্ছায় বাড়ী ফিরতেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ