বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে নিজ নিজ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার সকালে রুহুল আমিন হাওলাদারের পক্ষে সংসদীয় আসন, ১১১ পটুয়াখালী- ১ আসনের জন্য পটুয়াখালী জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান খানের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয় পার্টি পটুয়াখালী জেলা সহ-সভাপতি- মীরাজুল হক মিন্টু।। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, দুমকি উপজেলা সভাপতি এডভোকেট
এইচ এম মাসুদ আল মামুন সাংগঠনিক সম্পাদক ওলিউল ইসলাম বশির, বাউফল উপজেলা সভাপতি মোঃ মহাসিন হাওলাদার, দুমকি উপজেলা সহ-সভাপতি মোঃ ইদ্রিস মোল্লা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার
চট্টগ্রাম হাটহাজারীর- ৫ আসনের জন্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে নমিনেশন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ-আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর,সালাউদ্দি খোরশেদ চৌধুরী,মহিবুল হক,মেহরাজ উদ্দিন মিসকাত।
এছাড়া বুধবার বরিশাল, ১২৪ বাকেরগঞ্জ- ৬ আসনের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্নার পক্ষেও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। রত্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বাচ্চু হাওলাদার, প্রফেসর শহিদুল ইসলাম, মানিক হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ