শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন!


কানাডার টরেন্টোতে এক প্রৌঢ়কে (৫৯) কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৮ কিশোরীর বিরুদ্ধে।

মঙ্গলবার দেশটির পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ৮ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।খবর নিউইয়র্ক টাইমসের।

ঘটনাটি কানাডার টরন্টো শহরের রাস্তায় গত রোববার সকালে ঘটেছে। শহরের মূল রেলস্টেশনের পাশে ওই প্রৌঢ়কে প্রথমে হেনস্থা করা হয়।

তার পর ৮ কিশোরী মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করে। প্রৌঢ়কে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকেই কেউ পুলিশে ফোন করে খবর দেন। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, ওই প্রৌঢ় টরন্টো শহরে নতুন এসেছিলেন। তার থাকার নির্দিষ্ট জায়গাও ছিল না। কেন তাকে এভাবে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে প্রৌঢ়কে হেনস্থাও করে ৮ কিশোরী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তাদের গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জনের বয়স তেরো, চোদ্দ এবং ষোলো বছর। ঘটনাস্থল থেকে একাধিক ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ