মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ মৌসুমী হামিদের বিয়ে

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ আজ বিয়ের পিঁড়িতে বসবেন। এর আগে ১০ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। হলুদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মৌসুমীর বর লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানা। আগেও রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ছিল তাদের অন্যতম কাজ।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, রানার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। এর পরে ভালো লাগা ও ভালোবাসা। রানার সাথে চলার পর মনে হয়েছে আমি নির্ভরতার জায়গা পেয়েছি। তার মনমানসিকতা আমাকে তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেয়ার স্বপ্ন দেখা যায়।

অভিনেত্রী আরও জানান, ‘অনেকদিন ধরেই আমার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে আমি শুধু একজন ভালো মানুষের খোঁজে এতদিন অপেক্ষা করেছি। এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে আমরা দুজনই পরিবারকে জানিয়েছি। দুই পরিবার রাজি হওয়ার পর এই আনুষ্ঠানিকতা।’

হলুদ সন্ধ্যায় মৌসুমী হামিদ ও রানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এ রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকেই অনেক টিভি শো যেমন: “লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)”, রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন।

২০১৩ সাল থেকেই হামিদ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি: পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।

সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ