নির্বাচনকে সামনে রেখে আবারও দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস চালানোর জন্য বিএনপি-জামায়াত জোট প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিকুঞ্জ খেলার মাঠে শান্তি সমাবেশে কথা বলছেন ওবায়দুল কাদের।
শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, তারা নিজে নামেনি। এর মধ্য দিয়ে তারা আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।’
তবে বিরোধীদের যেকোনো অপকর্ম রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি খেলার মাঠে না এসে লাফালাফি শুরু করেছে। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে, তখন বিএনপি পালানোর সুযোগ পাবে না। বিএনপির আন্দোলন করার মতো কোনো নেতা নেই। তাদের দলের শীর্ষ এক নেতা হাসপাতালে, আরেক নেতা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোনো ভয় নেই আমাদের। তবে অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।’
এদিকে রাজধানীতে ১০ বছর পর পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (১০ জুন) দুপুর ২টায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সমাবেশ শুরু হয়।