শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৩ ফেব্রুয়ারি হাতিরঝিলে ‘মুজিবের বাংলাদেশ- বিমান হাফ ম্যারাথন’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নিজ হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্ণ করেছে। এই গৌবরময় পথচলাকে স্মরণীয় করতে বিমান আয়োজন করতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’ (Mujib’s Bangladesh Biman Half Marathon 2023)।

দেশি-বিদেশি প্রায় ২০০০ প্রতিযোগীর অংশগ্রহণে আগামী ৩ ফেব্রুয়ারি, শুক্রবার রানার্স প্যারাডাইস খ্যাত হাতিরঝিল এলাকায় ভোর ৬:০০টা থেকে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭:৩০টায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক, শাকিল মেরাজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ