শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ৩০ নভেম্বর নতুন ডিসিদের ব্রিফিং

আগমী ৩০ নভেম্বর নতুন জেলা প্রশাসকদের (ডিসি) ব্রিফিং অনুষ্ঠিত হবে। ডিসিদের কর্মস্থলে যোগাদানের পূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ এ ব্রিফিংয়ের আয়োজন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ প্রশাসেনর কার্যক্রম ও সরকারের বিভিন্ন দিকনির্দেশনা সম্পর্কে তাদের ব্রিফি করা হবে। সংশ্লষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। এরফলে মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) পদে ব্যাপক রদবদল করে সরকার। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, আগামী ৩০ নভেম্বর সচিবালয়ে নতুন ডিসিদের ব্রিফিং অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নতুন নিয়োগপ্রাপ্ত ২৩ ব্রিফিংয়ে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ সচিব তাদেরকে সরকারের দিক নির্দেশনা সর্ম্পকে অবহিত করবেন। ডিসি ব্রিফ করা দীর্ঘ দিনের কালচার বলে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা, জয়পুরহাটের ডিসি মো. শরিফুল ইসলামকে পটুয়াখালী, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল, সুনামগঞ্জের ডিসি মো. জাহাঙ্গীর হোসেনকে বরিশাল এবং নীলফামারীর ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রাম, অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রাম, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরের ডিসি করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব ফারাহ্ গুল নিঝুমকে ঝালকাঠি, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো: কামরুল আহসান তালুকদারকে ফরিদপুর, খাদ্য মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. সহিদুজ্জামানকে খাগড়াছড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো: সাইফুল ইসলামকে বগুড়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পঙ্কজ ঘোষকে নীলফামারী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিবকে মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কক্সবাজার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরার ডিসি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ