বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের দেশ পরিচালনা চ্যালেঞ্জ হয়ে দাড়াবে: মোশাররফ হোসেন

বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের জন্য দেশ পরিচালনা চ্যালেঞ্জ হয়ে দাড়াবে। কেননা আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে গত ১৫ বছরে ভঙ্গুর করে গেছে। হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে গেছে। আগে দেশে দারিদ্র্যতার হার ছিল ২২ পারসেন্ট। বর্তমানে দারিদ্র্যতার হার ২৬ পারসেন্ট, যা আগামী ফেব্রুয়ারী নাগাদ ৩৭ পারসেন্টে পৌঁছাবে। এছাড়া ২৯ লক্ষ বেকার রয়েছে আমাদের দেশে, যার সংখ্যা ক্রমশ: আরও বাড়ছে। অথচ অধ্যাপক ড. ইউনুসের অন্তবর্তী সরকার গত এক বছরে দেশে কোন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেনি।’ -বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ বুধবার (১অক্টোবর) রাতে চিংগড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শনে এসে মন্দির কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটি আয়োজিত শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠানে এবিএম মোশাররফ আরও বলেন, ‘প্রতিবছরই আপনারা পূজা উদযাপন করেন। কিন্তু এবারের মত এতো সুশৃংখল, শান্তিপূর্ন ভাবে আর পূজা উদযাপন হয়নি। এবার দেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন হচ্ছে। এখন পর্যন্ত কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এটা সম্ভব হয়েছে বিএনপি’র নেতা-কর্মীদের শান্তি শৃংখলা রক্ষার দায়িত্ব পালনের জন্য। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শান্তি, শৃংখলা রক্ষার দায়িত্ব বিএনপিকে পালন করতে হবে। আমরা চেষ্টা করেছি ২৪’র ৫ আগষ্ট থেকে কলাপাড়ায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে।’

মোশাররফ বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় যাক আর না যাক, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনার যে অধিকার আমারও সে একই অধিকার। আ’লীগ সরকার পতনের পর বিএনপি নেতারা আপনাদের মন্দির পাহাড়া দিয়েছে। আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে, যাতে আপনাদের কোন সমস্যা না হয়। ইনশাআল্লাহ আগামীতে যদি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করবে। আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের জান, মাল নিরাপত্তার সকল দায়িত্ব আমাদের। ‘

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপদি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন প্রমূখ।

এর আগে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ দূর্গা পূজা মন্ডপে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন পূজা উদযাপন কমিটি। এসময় মন্ডপে উপস্থিত ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে।

এদিকে বিএনপি’র একটি সূত্র জানায়, বিএনপি নেতৃবৃন্দ কলাপাড়ার কেন্দ্রীয় পুজা মন্ডপ জগন্নাথ আখড়া নাট, পাখীমারা গৌর গোবিন্দ পুজা মন্ডপ সহ উপজেলার ১৪টি পুজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে করমর্দন করে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর পূজা মন্ডপ পরিদর্শনে প্রানবন্ত হয়ে ওঠে দূর্গা পূজা মন্ডপ গুলো। শারদীয় দূর্গা পূজা উৎসবের আমেজ যেন ছড়িয়ে পড়ে চারিদিকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ