সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মহিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আল আল আমিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৫৫ নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বিএনপির অভিযোগ, ঢাকার গণসমাবেশে যাতে নেতা-কর্মীরা অংশ নিতে না পারে সে জন্য মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, মহিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আল আমিন বাদী হয়ে এ মামলাটি করেন। এ মামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ