বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবরোধ তুলে নিলেন তিতুমীরের শিক্ষার্থীরা, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সোমবার (১৮ নভেম্বর) ঢাবি অধিভুক্তি বাতিল চেয়ে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী সংলগ্ন রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ প্রত্যাহার। ছবি: সংগৃহীত।

বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ কর্মসূচি আজকের দিনের মতো তুলে নিয়েছেন আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) ঢাবি অধিভুক্তি বাতিল চেয়ে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী সংলগ্ন রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ প্রত্যাহার। ছবি: সংগৃহীত।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালীর রেলগেট সংলগ্ন রেলপথ, সড়ক ও এক্সপ্রেসওয়ের অবরোধ তুলে নেন। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে অবরোধ তুলে নেয়ায় কিছুক্ষণের মধ্যে ঢাকার সাথে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন স্টেশন মাস্টার। অন্যদিকে তেজগাঁওয়ে আটকে থাকা অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে গেছে বিকেল সোয়া ৪টার দিকে বলেও জানান তিনি।

বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালী সংলগ্ন রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে মুখ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক আন্দোলন সমন্বয়কারীদের বোঝাতে চেষ্টা করেন, যাতে করে সড়ক ছেড়ে আলোচনায় আসেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে কমিশন গঠনের সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে বাধা, শিক্ষকদের শাস্তির দাবিতে কুয়েটে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাকিরা যখন সম্মিলিতভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, তখন এককভাবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি চাচ্ছেন তিতুমীর কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী।

২০০৫ সালে জগন্নাথ কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমীর কলেজের। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানকে। ছাত্র-ছাত্রীদের দাবি, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরিকল্পনা করা হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন।

বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অবরোধ করায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশে রেল যোগাযোগ। বন্ধ হয়ে যায় সড়ক পথও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ