ডেস্ক
শুনলে অবাক হবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না! না, এটা তার অক্ষমতার জন্য নয়, নিরাপত্তা খাতিরেই তাকে স্মার্টফোন ব্যবহার করতে দেয়া হয় না।
বৃহস্পতিবার এবিসি টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে ওবামা জানিয়েছেন, তিনি কোনো টেক্স পাঠান, খুব কম সময়ই টুইটারে বার্তা দেন এবং স্মার্টফোন ছাড়াও রেকর্ডি করা যায়, এমন কোনো ডিভাইস ব্যবহার করতে দেয়া হয় না।
বারাক ওবামা বলেছেন, ‘আমি নিজে খুব কম সময়েই টুইট করে থাকি, কাউকে কোনো টেক্স পাঠাই না। আমি ই-মেইল করি এবং আমি এখনো ব্লাকবেরি মুঠোফোন ব্যবহার করি।’
তিনি জানান, তার দুই কিশোরী মেয়ের স্মার্টফোন আছে এবং তারা তাদের বন্ধুদের সাথে বার্তা আদান-প্রদান করে। কিন্তু নিরাপত্তার কারণে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন না।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না! শুধু তাই নয়, রেকর্ডিং সুবিধা রয়েছে এমন ডিভাইসও ব্যবহার থেকে তাকে বিরত থাকতে হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।