মহাকাশে পাড়ি দেবার স্বপ্ন দেখেন বহু মানুষ৷ আর সেই স্বপ্ন দেখেন তাঁরা ঘুমিয়ে ঘুমিয়ে৷ বলা বাহুল্য, সুস্থ জীবনযাপনের জন্য অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি৷ কিন্তু সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী মহাকাশচারীদের ঘুমের ব্যাঘাত অনিবার্য৷ প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় সূর্য ডুবে যায়৷ ফলে মানুষ সেই অনুযায়ী নিজের ঘুমের একটা ছন্দ রপ্ত করে নিয়েছে৷ কেউ বেশি রাতে ঘুমায়, দেরিতে ওঠে, কেউ বা ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ...'এই নীতিতে বিশ্বাস করে৷ কিন্তু নিয়মিত ঘুম প্রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য৷ অন্তত পৃথিবীর বুকে তো বটেই৷কিন্তু মহাকাশে গেলে ঘুমের যেন ছন্দপতন ঘটে৷ সেখানে সকাল-সন্ধ্যা, রাত-দিন নেই৷ সবই এক কৃত্রিম ঘড়ির নিয়ম মেনে চলে৷ ফলে প্রাকৃতিক…