মিউনিখ: ফুটবলারদের যৌনকীর্তি নতুন কিছু নয়৷ফুটবল আর যৌনতা যেন সেলিব্রিটিদের খেলোয়াড়দের জীবনে আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে৷পর্যালোচনা করলে দেখা যাবে, যে প্লেয়ার যত বড়, তাঁর যৌন কার্যকলাপ ততটাই বেশি৷ফুটবল সংস্কৃতির সঙ্গে যেন পরিপূরক হয়ে গিয়েছে ফুটবলারদের যৌনলালসা৷ যুগযুগান্তর ধরে এমনটাই চলে আসছে৷ ১৯৫৯ সালে গ্যারিঞ্চা, ১৯৭৭-এ টমি দোচার্টি, দিয়েগো মারাদোনা কিংবা হালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিখ্যাতদের নামের পাশে সেক্স স্ক্যান্ডেল জ্বলজ্বল করছে৷তাঁদের ফুটবল কীর্তির মতোই যৌনকীর্তিও বিশ্বের বাজারে সমান কদর পাচ্ছে৷তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক৷ ৯০ মিনিট বলে লাথি মারার জন্য এক এক জন ফুটবলার কয়েকশো কোটি টাকা কামান৷এবং আয়ের অনেকটাই লাগিয়ে দেন সুন্দরী, লাস্যময়ী মডেল কিংবা অভিনেত্রীদের পিছনে৷যৌনকীর্তি ছাড়া ফুটবলে মহাতারকা হয়ে…