নিউজ ফ্ল্যাশ ডেস্ক
জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে এনিয়ে বির্তক চলেছে বহু সময়। বিশেষ কিছু দিক তুলে ধরছে বিবিসি।
২০০৯ সালে জেনারেল এরশাদের দল জাতীয় পার্টি সংসদে বাংলাদেশের বিরোধীদল হয়। সেসময় তাঁর স্ত্রী রওশন এরশাদ নির্বাচিত হন বিরোধীদলীয় নেত্রী। জেনারেল এরশাদ নিজে হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। জাতীয় পার্টি থেকে কয়েক জনের জায়গা হয় সরকারের মন্ত্রীসভাতেও। এসব কারণে জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধীদলে তা নিয়ে আলোচনা ছিলো সব সময় জমজমাট। এসব আলোচনা কখনো কখনো রূপ নিয়েছে সরস বিতর্কে।