নিজস্ব প্রতিবেদকখাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে খুব শিগগির সারাদেশে শান্তির সুবাতাস ফিরে আসবে।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, দেশ স্বাভাবিক হবেই। হয়তো একটু সময় লাগছে। তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূল করতে সারাদেশে অভিযান চলছে। এই জঙ্গি ও সন্ত্রাসীদের যারা মদদ দেয়, তাদের শীর্ষদের নির্মূল করতে সরকার আরও কঠোর হবে। দুই নেত্রীর সংলাপ প্রশ্নে মন্ত্রী বলেন, প্রথমে বিএনপি নেত্রীকে ধ্বংসাত্মক আগুন নেভাতে বলুন…