বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের বিক্ষোভ মিছিলকে পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে দোয়েল চত্বরে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এসময় পুলিশ টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী, অনলাইন অ্যাকটিভিস্ট, ছাত্র ঐক্য ফোরামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তারা রাজু…