নিউজফ্ল্যাশ প্রতিবেদক: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় র্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকার ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। এক সাংবাদিক জয়শঙ্করের কাছে জানতে চান, ভারত কীভাবে এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী উত্তর দেওয়ার আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। জয়শঙ্কর তখন বলেন, আমার মনে হয়, এই প্রশ্ন আমাকে নয়, আপনারা পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে করুন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বর মাসে র্যাবের সাবেক মহাপরিচালক, বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা…