ফাতিমা মীরা: বেঁচে থাকার জন্য হাসাটা নিজেই শেখো, হাজারটা মানুষ আছে শুধুই কাঁদানোর জন্য। সবাই বলে, "কেমন আছো?" কেউ বলে না "কতোটা খারাপ আছো তুমি!" যে হাসতে শিখে গেছে, সে সহজে মরতে চায় না, সেতো প্রতিদিন মরছে বাস্তবতার কাছে। সবাই দেখে শরীরের মৃত্যু, মনের মৃত্যু কেউ দেখে না। কম বলা মানুষটির মন পড়া যায় না, তাহলেতো এভারেস্টের মতো কষ্টের পাহাড়ের দেখা মিলতো। গভীর কষ্টে সবাই কাঁদে না, হাসির আড়ালে কষ্ট চেপে যায়। মানুষ বিবেক-বুদ্ধির কারণে শ্রেষ্ঠ জীব, বুদ্ধির দেখা তো মিলেই, কিন্তু বিবেকটা কই?? নিপুণতার সাথে অন্যের সমালোচনার আসর বসে, জীবন যুদ্ধে যোদ্ধা হয়ে বেঁচে থাকতে হয়, প্রকৃত যোদ্ধা তো…