ডেস্ক
সংসারে অশান্তির কারণে বিয়ে ভেঙ্গে যাওয়ার মতো ঘটনা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর সংসার ভেঙ্গে যাওয়া নারীদের বেলায় এ সম্ভাবনা তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক ইউনিভার্সিটির গবেষকেরা এমন দাবি করেছেন।
গবেষকরা ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৫ হাজার ৮২৭ ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে এমন সম্ভাবনার কথা বলছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতি তিনজনে একজনের জীবনে এই সময়ের মধ্যে অন্তত একবার বিয়ে ভেঙ্গেছে।
এতে দেখা যায়, কমপক্ষে একবার সংসার ভেঙ্গেছে এমন নারীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বিয়ে না ভাঙ্গা নারীদের চেয়ে ২৪ শতাংশ বেশি। আর একের অধিক সংখ্যকবার বিয়ে ভেঙ্গেছে যেসব নারীর, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি ৭৭ শতাংশ। অথচ এবার সংসার ভাঙ্গা পুরুষের ক্ষেত্রে এটি ১০ শতাংশ এবং একাধিকবার বিয়ে বিচ্ছেদ হওয়া পুরুষদের বেলায় তা ৩০ শতাংশ।
এর মানে দাঁড়ায়, বিয়ে ভেঙ্গে যাওয়া পুরুষের চেয়ে নারীদের হৃদরোগের ঝুঁকি বেশি। এমনকি প্রথমবার সংসার ভেঙ্গে যাওয়ার পর নারীরা দ্বিতীয়বার বিয়ে করলেও মানসিক সেই ধাক্কা সামলে উঠতে পারেন না । এক্ষেত্রে তাদের মানসিক পরিস্থিতি সামান্য উন্নতি হয়। অথচ পুরুষের বেলায় বলার মতো উন্নতি হয়ে থাকে।
গবেষণায় বলা হয়, দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানব শরীরে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে। আর মানসিক চাপ তৈরি হলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়, বিয়ে ভেঙ্গে যাওয়ার বিষয়টিও তেমন।
গবেষণাটি চিকিৎসাবিজ্ঞান বিষয়ক সাময়িকী সার্কুলেশন এ প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি