> নিউজফ্ল্যাশ প্রতিবেদক এশিয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে গনমানুষের অধিকারের প্রতি সম্মান জানানো এবং আঞ্চলিক নদী ব্যবস্থাপনার দাবির পক্ষে মত দিয়েছে সুশীল সমাজ। আগামী নভেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে এ দাবী জানানো হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২৩টি সুশীল সমাজ সংগঠন থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। সংগঠনের নেতারা দাবিগুলো এশিয়ার নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। তাদের প্রধান দাবি হলো এ এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে আঞ্চলিক নদী ব্যবস্থাপনা। এই সংক্রান্ত যৌথ ঘোষণায় স্বাক্ষরকারী সংগঠনগুলাহলো এ্যাকশন এইড, এ্যাকশন লা ফেইম, ব্র্যাক, ক্রিস্টিয়ান এইড, কোস্ট ট্রাস্ট, কনসার্ন ওয়াল্ড ওয়াইড, ডান চার্চ এইড, দিশারী, ডিজাস্টার ফোরাম, দ্বীপ উন্নয়ন সংস্থা,…