বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ’র নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ‘তুমিহীনা’ শিরোনামের নতুন এ গানটি ১৫ই জানুয়ারি রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।
কথা লিখেছেন মিনার রহমান। আর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন তোফায়েল আহমেদ। পুরো গানটিতে হাবিব নিজেই পারফর্ম করেছেন।
প্রকাশের একদিনের মধ্যেই হাবিব ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে এ গানটি। ইউটিউব চ্যানেলে গানটির নিচে ভক্তরা সবাই হাবিবকে এমন একটি গান উপহার দেয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে।
ফেসবুকে হাবিব লিখেছেন, আজও কাউকে খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের উৎসর্গ করলাম আমার এ গানটি।
তিনি আরো বলেন, ‘মিনারের গানের কথা আমার খুব পছন্দের। তারই ধারাবাহিকতায় এ গানটির লিরিক ওকে লিখতে বলি। নিজের মতো করেই গত বছরের শেষের দিকে গানটির অডিওর কাজ শেষ করি। আহামরি নয়, গানটির কথার সঙ্গে মিল রেখেই সাধাসিধেভাবে এ গানটির ভিডিও করা হয়েছে’।
উল্লেখ্য, গত বছর প্রকাশিত হয় হাবিবের ‘মনের ঠিকানা’ এবং ‘বেপরোয়া মন’। গান দুটি বেশ প্রশংসিত হয়।