ডুব সিনেমার একটি দৃশ্য- সংগ্রহ
বিনোদন ডেস্ক
ছবি মুক্তির ঠিক এক মাস আগেই মুক্তি পাচ্ছে 'ডুব' এর ট্রেইলার।
আগামী ২৭ অক্টোবর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ডুব' একযোগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে।
রোববার এক ফেসুবক স্ট্যাটাসে বুধবার ছবির ট্রেইলার প্রকাশের কথা জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, তবে ওই কথাই রইলো। ডুবের ট্রেইলার আসছে সাতাশ তারিখ সন্ধ্যায়।
জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে।
ছবিতে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র।
প্রয়াত নন্দিত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি হওয়ার বিতর্ক জড়িয়ে থাকায় ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়।
সম্প্রতি জানা যায়, ছবিটির পাঁচটি দৃশ্য ছেঁটে ফেলতে হয়েছে। এ সংক্রান্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একটি নথি ফাঁস হয় গত ১৪ সেপ্টেম্বর।