বিনোদন ডেস্ক সঞ্জয়লীলা বনশালীর ‘সাওয়ারিয়া’ ছবিটি নিশ্চয় মনে আছে? ২০১৭-য় মুক্তি পাওয়া এই ছবিটির গান মন জয় করেছিল সকলের। কারণ এই ছবিতে ডেবিউ করেছিলেন রণবীর কাপুর এবং সোনম কাপুর। শুধু তাই নয় এই ছবির সাওয়ারিয়া গানে রণবীরের টাওয়ালের পরে নাচের দৃশ্য মন জয় করেছিল বহু রমণীর। রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ারের পর থেকেই বলিউডে নানা গুঞ্জন শুরু হয়েছিল যে, রণবীর এবং সোনম একে অপরকে ডেট করছেন। কিন্তু এই জল্পনার সমাধান করেছিলেন সোনম নিজেই, করণ জোহরের চ্যাট শো-তে এসে তিনি জানান, রণবীর খুব ভালো বন্ধু, তবে সে ভালো বয়ফ্রেন্ড কিনা তা আমি জানিনা, তবে রণবীরের একটা ফ্যামিলি ভ্যালু আছে, তারা সবাই খুব…