নিউজফ্ল্যাশ প্রতিবেদক: পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। তাদের মধ্যে ডিআইজি খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদরদপ্তরের প্রশাসন, মো. তওফিক মাহমুদ চৌধুরীকে পুলিশ সদরদপ্তরের লজিস্টিক বিভাগে, মো. আমিনুল ইসলামকে পুলিশ সদরদপ্তরের অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ সদরদপ্তরের ফিন্যান্স বিভাগে, মো. রুহুল আমিনকে পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট বিভাগে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদরদপ্তরের হিউম্যান রির্সোস বিভাগে এবং এস. এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। এর আগে বুধবার পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৮ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একইদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের…