নিউজ ফ্ল্যাশ প্রতিবেদক সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে ছবি টানানোর পরে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহাসান ও কে,এম, কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নিতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।